কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের অবস্থিত হেরিটেস টোবাকো কম্পানীর ভিতরে গত মঙ্গলবার দুপুর ১২ থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে এ কম্পানী সরকারি রাজস্ব ফাঁকি, সিগারেটের উপর নকল মনোগ্রাম, টোবাকো কম্পানীর বিভিন্ন সরঞ্জামাদির মধ্যে মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। পরে ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিট্রেট সামিউল ইসলাম ২০০৯ সনের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারা মতে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি পরিবেশ অধিদপ্তর, রাজস্ব বিভাগ সহ বিভিন্ন সরকারি অধিদপ্তর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ অভিযানে ছিলেন ল্যাঃ কর্ণেল ফারহানা আফরিন, মেজর সাজ্জাদুর রহমান, ভৈরবের রাজস্ব কর্মকর্তা তাহমিনা আহম্মেদ ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান এ অভিযানে উপস্থিত ছিলেন।