লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার রাতে উপজেলার রামদয়াল-বিবিরহাট সড়কের চর মেহার আর্দশ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাইফুদ্দিন (৫৫) উপজেলার পূর্ব চর রমিজ এলাকার আবদুর রবের ছেলে। এই ঘটনায় আহত নিহতের ছোট ভাই আমেরিকা প্রবাসী মো. শরীফ হোসেন এবং চর রমিজ ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকার আবুল কাশেম (৬৬) নামের দুই জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আবুল কাশেমকে উন্নত চিকিৎসার ঢাকা পাঠানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার বিবিরহাটমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক চর মেহার আদর্শ বাজার এলাকায় সিমেন্ট নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এসময় রামদয়াল বাজার থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মালবোঝাই ওই ট্রাকের পিছনে ধাক্কা অটোরিকশাটি ডুমড়ে মুচড়ে য়ায়। এতে ঘটনাস্থলে সাইফুদ্দিনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালকদের আটক যায়নি।