রংপুরের পীরগঞ্জ শীতের আগাম জাতের সব্জী চারা বিক্রি করে লাভের মুখ দেখছেন এলাকার কৃষককুল। গত কয়েক বছর এরা বর্ষা মৌসুমের শুরু থেকে শীত মৌসুমের শেষ পর্যন্ত ফুলকপি এবং বাধা কপির চারা বিক্রি করে আসছেন। নার্সারিতে শীতকালীন সবজির চারা বিক্রি করে তারা লাভবান হয়েছেন। যে কারনে প্রতিবছর আগাম শীতকালীন সবজির চারা তৈরী নিয়ে ব্যস্ত সময় পার করে থাকেন। পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ফয়জার রহমানের ছেলে মাহাবুবার রহমান। গত কয়েক বছর থেকে বাড়ির পাশে ১০ শতাংশ জমিতে শীতকালীন সবজি ফুলকপির চারা তৈরি করে থাকেন। প্রতি বছর এই চারা বিক্রি করে তিনি এখন অনেক লাভবান।
স্থানীয়রা জানান, মাহাবুবার রহমানের নার্সারীর চারার মান ভালো এবং নিশ্চয়তা সহকারে বিক্রি করেন যে কারনে বিভিন্ন এলাকা থেকে কপি চাষিরা এসে তার কাছে চারা কিনে আবাদ করেন। তাছাড়াও ফুলকপির চারা তৈরি করতে অতিরিক্ত পরিশ্রম বা কষ্ট করতে হয় না। যে কারনে অনেক চাষি চারা কিনে জমিতে রোপণ করে। ওই এলাকার এক কৃষক বলেন-বর্ষামৌসুমের শুরু থেকে বীজতলা তৈরী করা হয় এবং আবহাওয়া ভালো দেখে বীজতলায় বীজ বপন করা হয়। বীজতলায় অনেক শ্রম দিয়ে চারার পরিচর্যা করতে হয়। ২ জন মানুষ দিন-রাত এই বীজ তলায় পরিচর্যা কাজে লেগে থাকতে হয়। কষ্ট যতই হোক না কেন চারা বিক্রির টাকা হাতে পেলে সব কষ্ট দুর হয়ে যায়।
এখানে কষ্ট ও শ্রম থাকলেও এটি অনেক লাভজনক। চলতি বছর প্রচন্ড তাপমাত্রার কারনে চারা গাছ বেঁচে রাখা অনেক কঠিন হয়ে পড়েছে। সকাল সন্ধ্যা দু’বার বীজ তলায় পানি সেচ দিয়েও অনেক চারা নষ্ট হয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে সহজেই চারা তৈরির কাজ করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার জানান,উপজেলায় প্রায় ১৫ থেকে ২০ টি স্থানে এ ধরনের নার্সারী রয়েছে। সব নার্সারীতে শীতকালীন সবজি চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নার্সারীর চাষিরা। এ উপজেলায় সব ধরনের সবজি উৎপাদনের ক্ষেত্র এবং এখানে সবধরনের সবজিরও চাষ হয়ে থাকে। এলাকার চাষিরা উপজেলা কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে ফুলকপিসহ অন্যান্য সব্জীর চাষ করে থাকেন।