পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: সোহাগ সিকদারকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৮ গ্রেফতার করেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে তাকে পিরোজপুর সদর উপজেলার নামাজপুর থেকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত সোহাগ পিরোজপুর পৌর এলাকার কুমারখালী গ্রামের মো: শাহাদাৎ সিকদারের ছেলে।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন অস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। গ্রেফতারকৃত সোহাগকে ওই সময় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।
পরে গোয়েন্দা নজরদারীতে তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার খুব ভোরে নামাজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব-৮ আরো জানায় সোহাগের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিাভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধের ১৭ টি মামলা রয়েছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক সোহাগ সিকদারকে র্যাব-৮ অস্ত্র আইনে নিয়মিত মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করেছে।