মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ২টি হত্যাকান্ডের মামলায় এজাহারভুক্ত নামীয় ২ জন গ্রেফতারকৃত আসামীকে জামিন দেবার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্ররা মার্চ টু জর্জ কোর্ট কর্মসুচী পালন করেছে। বুধবার সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ছাত্র আন্দোলনে সাধারন ছাত্রদের উপর হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি এবং জামিন না মঞ্জুরের দাবীতে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।এ সময় বক্তব্য রাখে জাহিদ হাসান , ফারদিন হোসেন , অবন্তিকা দাস এবং রায়হান রাব্বি প্রমুখ।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর ( রোববার ) আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত সজল মোল্লা এবং নূর মোহাম্মদ ওরফে ডিপজল হত্যা মামলায় এজাহারভ’ক্ত আসামী ছাত্রলীগ নেতা মোঃ রাহিম এবং যুবলীগ নেতা মো: জাহাঙ্গীর আলম কে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতি হাসান ইমরান পুলিশের ৫ দিনের রিমান্ড না মঞ্জুর করে জামিন দেয়। পরে রাহিমকে সজল হত্যা মামলায় এবং জাহাঙ্গীরকে রিয়াজুল ফরাজি হত্যা মামলায় শোন এরেষ্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কারাঅন্তরিণরা হলেন মোঃ রাহিম সদর উপজেলার মিরকাদিমের জাহিদুল ইসলামের এবং মোঃ জাহাঙ্গীর আলম শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের বৈশাল পাড়ার হাজী আঃ বাছেদ মোল্লার পুত্র।