পাবনার চাটমোহর উপজেলায় প্রথম দফায় ৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়। আরো ৩টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সর্বশেষ উপজেলার নিমাইচড়া,হান্ডিয়াল ও বিলচলন ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এরআগে হরিপুর,ছাইকোলা,মথুরাপুর,ফৈলজানা ও মুলগ্রাম ইউনিয়নে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিলকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয় তাঁকে। সহকারী কমিশনার (ভূমি) চাটমোহর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এদিকে গতকাল বুধবার উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গত রবিবার পাশর্^ডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।
চাটমোহর উপজেলার হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোঃ মকবুল হোসেন এবং মথুরাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পরিষদে অনুপস্থিত ছিলেন। একই অবস্থা ছিলো ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমানের। ছাইকোলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান নুরু একদিন অফিসে আসলেও জনরোষে পালিয়ে যান।
অপরদিকে মুলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম বকুল,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি,হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান রবিউল করিম মাস্টার,বিলচলন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন এতদিন নিয়মিত পরিষদে গিয়ে অফিস করলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বিক্ষোভ করে তাদের পরিষদে তালা ঝুলিয়ে দেন। সর্বশেষ ডিবিগ্রাম ও পাশর্^ডাঙ্গা ইউনিয়ন পরিষদে তালা লাগিয়েছে বিএনপি নেতা-কর্মী। বাকি রয়েছে শুধু গুনাইগাছা ইউনিয়ন পরিষদ।