পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর (এস আই) মেহেদী হাসানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এলাকাবাসী তাকে এক মহিলার ঘরে আটক করেন। খবর পেয়ে পুলিশের এক কর্মকর্তাসহ অন্যরা ঘটনাস্কলে তাকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে চাটমোহর উজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে আঃ রাজ্জাকের বাড়িতে।
এলাকাবাসী ও একাধিক বিশ্বস্ত সূত্র জানায়,এসআই মেহেদী মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই গ্রামের আঃ রাজ্জাকের বাড়িতে গিয়ে তার বিবাহিত মেয়ের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাঁকে আটক করেন। খবর পেয়ে আরেক এসআই সিরাজ,হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মোঃ হাবিবুল ইসলাম জানান,বিষয়টি কতটা সত্য,তা এ মূহুর্তে বলতে পারছিনা। আমরা তদন্ত করছি। সবকিছু জানার পর বলতে পারবো।