দীর্ঘ আড়াই বছর পর অনুমোদন পেল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি’র ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। গত ২৩ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে ৩ পদের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ কমিটির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক ডি এম আলী দুলাল। ২০২২ খ্রিষ্টাব্দের মার্চ মাসে কালিকচ্ছে এক সম্মেলনের মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ৩ সদস্যের আংশিক কমিটির ঘোষণা ও অনুমোদন দিয়েছিলেন। আংশিক কমিটি ঘোষণার পর কমিটি বাতিলের জন্য একাধিক কর্মসূচি দিয়ে আন্দোলন করেছেন দলটির পদ বঞ্ছিত নেতা কর্মীরা। এর পর থেকে ৩ সদস্যের আংশিক কমিটি দিয়েই চলে আসছে দলটি। দলীয় একাধিক সূত্র জানায়, দলীয় গ্রƒপিং এর কারণেই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেতে চলে গেছে প্রায় ৩০ মাস। নিয়ম মাফিক কমিটির মেয়াদ ৩ বছর বা ৩৬ মাস। সেই হিসাবে ঘোষিত কমিটির মেয়াদ আর ৬ পরই উত্তীর্ণ হওয়ার কথা। আর সেই সময়ে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ গত ২৩ সেপ্টেম্বর সরাইল উপজেলা বিএনপি’র ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। ওই কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত দলীয় প্যাডে থাকলেও অপর ৯৮ জনের নাম নেই।