ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফেলীঘাট থেকে মাদক সম্রাট রতন বাুকে গ্রেফতার তরেছে যৌথবাহিনী।গঠনাটি ঘটেছে বুধবার ভোরে। আশুগঞ্জ থানা পুলিশ জানায়,বুধবার ভোরে আশুগঞ্জে মাদক সম্রাট রতন বাবু তার আশুগঞ্জ ফেরীঘাট এলাকায় বড়ধরনের মাদকের চালান পাঁচার করবে এমন তথ্যের ভিত্তিতে ফেরীঘাট এলাকার রতন বাবুর বসতঘরে অভিযান পরিচালনা করে তল্লাসী করে তার ঘর থেকে বোতল স্কাফ পায়।এরপর রতন বাবুকে থানায় নিয়ে আসে।থানায় এনে তার বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।মামলার বাদী এসআই দীপক জানান,আমরা অভিযান করার খবর আগেই পেয়ে যায় রতন বাবু।যৌথভাহিনী তার ঘওে পৌছার আগেই বিপুল পরিমান মাদক অন্যত্র সরিয়ে ফেলে এজন্য অল্প পরিমান মাদক তার ঘর থেকে পাই।তার বিরোদ্ধে শুধু আশুগঞ্জ থানায় মাদকের ১৪টি মামলা রয়েছে।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভঅরপ্রাপাÍ কর্মকর্তা মো.ইকবাল বলেন,আশুগঞ্জে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী রতন বাবু।তাকে পুলিশ অনেবকার গ্রেফতার করে চালঅন করেছে।কিন্ত সে কিভাবে আইনের ফাকে আদলত থেকে জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসাা শুরু করে।যৌথবাহিনী রতন বাবুকে গ্রেফতার করতে অনেক কেশল অবচলম্বন করতে হয়েছে।