সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জেলার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রধানশিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শারদীয় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সহযোগিতা করতে মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠণ করে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবে। যাতে দুস্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে।
অনুষ্ঠিত সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে প্রধানশিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সভাপতি, সাবেক শিক্ষক দীনেশ হালদারকে সাধারণ সম্পাদক, কার্তিক চন্দ্র বেপারীকে যুগ্ম সম্পাদক ও শ্যামল ঘটককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কেন্দ্রীয় পুজা উযদাপন কমিটি গঠণ করা হয়।
উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে আগৈলঝাড়া উপজেলায়। এ বছর উপজেলায় ১৭১টি মন্ডপে পূজার তালিকা করা হয়েছে। যারমধ্যে ১৬২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।