ভারতের হিন্দু পুরোহিতদের ইসলাম ধর্ম ও রাসুল (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বুধবার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় লং মার্চ টু মুম্বাইয়ের প্রতি সমর্থন জানিয়েছেন বিক্ষুব্ধরা। বুধবার সকালে বরিশাল বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শিক্ষার্থীরা জানান, যারা আল্লাহর রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদি না নেয়া হয়, তাহলে আরও বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।