ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৫২ নং চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা খন্দকার ২০২৪ সালের নগরকান্দা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা তৃতীয় বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন।
নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এবং সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা এ কে এম রওনকআরা বেগম সাক্ষরিত এক চিঠিতে জানানো হয় ফারজানা খন্দকার ২০২৪ সালের নগরকান্দা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ফারজানা খন্দকার নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হারেজ মোল্লার কনিষ্ঠ পুত্র ওবায়দুর রহমান মোল্লার স্ত্রী।
ফারজানা খন্দকার চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করার পর থেকেই দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঝরে পড়া রোধ,শতভাগ ভর্তি,শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ,স্থানীয় জনগোষ্ঠীকে বিদ্যালয়ের উন্নয়ন কাজে সম্পৃক্ত করা,সক্রিয় এসএমসি গঠন করে সকল শিক্ষকদের নিয়ে গুনগত মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা উপহার দিয়েছেন। তিনি মনে করেন একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে তাঁর অর্জনের অংশীদার তার স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,
অভিভাবক ও এলাকার সুধীজন সকলের। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে মান সম্মত শিক্ষা উপহার দিতে বদ্ধ পরিকর। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।