আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশে সব ধরনের জুলুম-অত্যাচারের অবসান ঘটবে এবং দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হলেও এমন সব হৃদয়বিদারক নৃশংস ঘটনা ঘটছে, যেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন নিজের হাতে তুলে নেওয়ার এক ভয়াবহ মানসিকতা লক্ষ করা যাচ্ছে। আগের সরকারের আমলে এক ধরনের মব জাস্টিস ছিল, বর্তমান সরকারের আমলে আরেক ধরনের মব জাস্টিস চলছে। আদালত প্রাঙ্গণ ও বিভিন্ন স্থানে মাজার, দরবার, খানকায় হামলা হচ্ছে। এমনকি গত কয়েক দিনে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। এগুলো মব জাস্টিস ছাড়া কিছু নয়। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই দুই ঘটনা নয়, আরও অনেকে মব জাস্টিসের শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের বয়স দেড় মাস হতে চলল। দু-একটি ক্ষেত্র ছাড়া কোথাও সরকারের তেমন সক্রিয়তা দেখা যায়নি। যেখানে সরকারের দায়িত্ব হলো এ ধরনের মব জাস্টিস থেকে মানুষকে রক্ষা করা। সরকার যদি এসব মব জাস্টিসের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে না পারে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কীভাবে? সেখানে এসব হামলার বিরুদ্ধে সরকার নির্দেশ দিয়েই চুপচাপ বসে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুবই নাজুক। দেশে আইনের শাসন থাকলে এরকম অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত ঘটনা ঘটতে পারতো না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বারবার ‘মব জাস্টিস’ বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেও কার্যত কোথাও তা বন্ধ হয়নি। ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী করতে হবে। সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নেয়ার দুঃসাহস করতে না পারে। রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ের কারণে অভিযুক্তরা যেন ছাড় না পান সেটা নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থান না নিতে পারলে এই ভয়াবহতা বাড়তে থাকবে। তাই সর্বোপরি, ভুক্তভোগী-অপরাধী, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সব নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা বিধান নিশ্চিত করে মব জাস্টিসের মতো বর্বরতা বন্ধ করতে হবে।