জীববৈচিত্র্যে ভরপুর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। সুন্দরবনে আবার দৌরাত্ম্য বেড়েছে শিকারি আর পাচারকারী চক্রের। একের পর এক নিধন করা হচ্ছে বন্যপ্রাণী। ফাঁদ পেতে ও গুলি করে শিকার হচ্ছে বাঘ ও হরিণ। সুন্দরবন সংলগ্ন বিভিন্ন গ্রামে অনেক আগে থেকেই চোরা শিকারি ও পাচারকারী সিন্ডিকেট গড়ে উঠেছে। কেউ কেউ আবার বংশ পরম্পরা সুন্দরবনে বন্যপ্রাণী শিকার করে চলেছেন। এখন তাদের প্রধান লক্ষ্য বাঘ ও চিত্রা হরিণ। শিকারি চক্র চোরাপথে সুন্দরবনে প্রবেশ করে বাঘ-হরিণ হত্যা করছে। তারা বনের মধ্যে হরিণ জবাই করে মাংস বানিয়ে লোকালয়ে এনে কেজি দরে বিক্রি করে। আর বাঘ ও হরিণের চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি চলে। বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার। এর মধ্যে স্থলভাগের পরিমাণ চার হাজার ১৪৩ বর্গকিলোমিটার এবং জলভাগের পরিমাণ এক হাজার ৮৭৩ বর্গকিলোমিটার। সুন্দরবন-সংলগ্ন এমন অনেক গ্রাম আছে, যেখান থেকে নদী পার হলেই গহিন জঙ্গলে ঢুকে যাওয়া যায়। পেশাদার হরিণ শিকারিরা গোপনে সুন্দরবনে ঢুকে নাইলনের দড়ির এক ধরনের ফাঁদ হরিণের নিয়মিত যাতায়াতের পথে পেতে রাখেন। চলাচলের সময় হরিণগুলো সেই ফাঁদে আটকে যায়। তারপর বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হরিণ জবাই করে মাংস বিক্রি করা হয়। জেল বা জরিমানা- যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন, শিকারিদের দৌরাত্ম্য কোনোভাবেই থামানো যাচ্ছে না। তিন জেলাজুড়ে বিস্তৃত সুন্দরবনে অনেকগুলো শিকারি চক্র তো আছে, এর সঙ্গে যুক্ত আছে চোরাচালানকারী চক্রও। দেখা যাচ্ছে, অনেক ঘটনায় শিকারি দলকে ধরা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আসলে গোটা চোরাচালান চক্রও ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সুন্দরবনের বাঘের চামড়া ও হরিণের মাংসসহ চামড়া পাচার এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবন ও এর পার্শ্ববর্তী অঞ্চলে পেশাদার হরিণ শিকারিদের বিশেষ সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের কাছে অসহায় বনকর্মীরা। সিন্ডিকেটের সদস্যদের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্র। এদিকে সুন্দরবনের নদী ও খালগুলো দিন দিন মাছশূন্য হয়ে যাচ্ছে। মাছের সঙ্গে মরছে অন্যান্য জলজ প্রাণীও। জেলেরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হুমকিতে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্যে। মাঝে মধ্যে বাঘ ও হরিণ শিকারিদের ধড়া পড়ার খবর মানুষ জানতে পারে। কিন্তু মানুষ আইনের প্রয়োগ জানতে পারে না।’ অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীদের তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় আনা গেলে সুন্দরবন কেন্দ্রিক অপরাধ প্রবণতা কমবে।