বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তাপ্ত পরিবারবর্গ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
আজ (বুধবার) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রুহুল আমিন গাজীর ইন্তেকালে দেশ ও জাতি একজন অবিসংবাদিত সাংবাদিক নেতাকে হারিয়েছে। তিনি সত্য ও ন্যায়ের ওপর অবিচল আস্থা বিশ্বাস ও বিশ্বস্ত থেকে বাংলাদেশের গনতন্ত্র, আইনের শাসনে সাহসী ভুমিকা পালন করছেন। তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা হয়েও আওয়ামী বাকশালি অপশক্তির রোষানল থেকে রেহাই পায়নি। নতুন প্রজন্মের কাছে রুহুল আমিন গাজীর দেশপ্রেম ও সাহসী নেতৃত্ব প্রেরণা বাতিঘর হয়ে থাকবে। জাতীয় সংকট ও ক্রান্তিকালে তিনি বীরোচিত ভুমিকা পালন করছেন।
নেতৃদ্বয় বলেন, মহান আল্লাহ রব্বুল আলামীন প্রিয় ভাইয়ের সকল গোনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন, আমিন।