কিশোরগঞ্জে এবারে রোপা আমন ধানের আবাদ কৃষি বিভাগের নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলার ১৩ উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নিকলী-এই চারটি উপজেলা পুরোপুরি হাওর অধ্যুষিত। এরমধ্যে জেলার ইটনা,মিঠামইন ও অস্ট্রগ্রাম উপজেলায় আমন ধান আবাদ হয়নি। কিশোরগঞ্জ কৃষি বিভাগের এবারের লক্ষ্যমাত্রা ছিলো ৮৫ হাজার হেক্টর জমির। এর মধ্যে চূড়ান্তভাবে আমন ধান আবাদ হয়েছে ৮৫ হাজার ১ শত ৫৪ হেক্টর জমিতে। নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে ১৫৪ হেক্টর জমি। জ্বালানি তেল, সার, মজুরি, কিটনাশকসহ কৃষি উপকরনের মূল্যবৃদ্ধিতে আমন ধান আবাদ করে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। অনেকে বাড়তি খরচ জোগাতে ধার দেনা করে জমি আবাদ করেছেন কৃষকরা। এদিকে গত বোরো মৌসুমে ধানের ফলন ও বিক্রিতে ভালো দাম পাওয়ায় স্থানীয় কৃষকরা খুবই খুশি। তাই তারা আমন ধান আবাদেও ভালো ফলনের আশায় মাঠে এসব ধান চাষাবাদ করেছেন। চলতি মৌসুমে আমন আবাদে জমিতে ফলন ভালো করতে সর্বাত্তক চেষ্টা করছেন বলে জানিয়েছেন কৃষকরা। চাষীদেরকে স্থানীয় উপসহকারীসহ কৃষি বিভাগের লোকজন সঠিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রেখেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে ও কৃষি বিভাগের প্রদর্শনীগুলোতে আমন ধানের চারা নিড়ানিতে ব্যস্ত সময় পার করছে। কোথাও কোথাও মাঠে আলোর ফাঁদ তৈরী করে ক্ষতিকর পোকা দমন করছেন। কোথাও কোথাও জমিনে কৃষকরা বাশের কঞ্চি দিয়ে পোকামাকর থেকে রক্ষা করছেন। স্থানীয় উপসহকারী কর্মকর্তাদের পরামর্শ নিয়ে সুষম সার ব্যবহার করছেন। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভূবিরচর গ্রামের কৃষক মনজিল মিয়া বলেন, চলতি মৌসুমে ৬ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। এক বিঘা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিতে ৫শ টাকা খরচ হয়েছে। সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের চাষা বাদের খরচ কয়েকগুন বেড়ে গেছে। তবে উচ্চ ফলনশীল ধান আবাদে ফলন ভালো ও ধানের ন্যায্য মূল্য পাওয়ায় লাভবান হওয়ার আশা করছেন তিনি। হোসেনপুর উপজেলার রামপুর গ্রামের কৃষক দুলাল মিয়া বলেন, চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের চাষাবাদের খরচ কয়েকগুন বেড়ে গেছে। সরকারের সহায়তার পাশাপাশি ধানের ন্যায্য মূল্য পাওয়া গেলে অনেকটাই লাভবান হওয়ার আশা করছেন এই কৃষক। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গোয়লাপাড়া গ্রামের কৃষক মস্তোফা বলেন, যেভাবে চালের দাম বাড়ে সে অনুযায়ী ধানের দাম বাড়ে না। ধানের দাম বৃদ্ধি পেলে কৃষকরা লাভবান হতো এবং উৎসাহ নিয়ে ধান আবাদের পরিধি বাড়াতো। এবার মৌসুমে আমি দুই কানি জমিতে আমন ধান আবাদ করেছি। নয়াপাড়া গ্রামের কৃষক আবুল কালাম বলেন, গত মৌসুমে ১ কানি জমিতে বোরো ধান আবাদ করে ভালো ফলন পেয়েছি। তাই এ মৌসুমে গোয়ালাপাড়ার আমিনুল হকের থেকে জমি বর্গা নিয়ে আরও ২ কানি জমিতে আমন ধান আবাদ করেছি। আমাদের নয়াপাড়া ও গোয়ালাপাড়া গ্রামের আমন ধানের চাষীদের সুবিধার্তে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের আংগিনায় স্থাপিত কৃষক পার্টনার স্কুল হওয়াতে আমাদের আরও উপকার হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তাগণ সরেজমিনে এসে ধানের ক্ষতিকর পোকামাকর দমনে আমাদের করনীয়সহ বিস্তারিত আলোচনায় আমরা লাভবান হচ্ছি। কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম জানান, কিশোরগঞ্জ সদর উপজেলায় আমন আবাদে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিলো ১০হাজার ৮ শত ২০ হেক্টর। এরমধ্যে চূড়ান্ত আবাদ হয়েছে ১০হাজার ৮ শত ২৫ হেক্টর। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপণ্ডপরিচালক আবুল কালাম আজাদ জানান, কিশোরগঞ্জ জেলায় আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক জমিতে আমন ধান আবাদ হয়েছে। কৃষি বিভাগের এবারের লক্ষ্যমাত্রা ছিলো ৮৫ হাজার হেক্টর জমির। এর মধ্যে চূড়ান্তভাবে আমন ধান আবাদ হয়েছে ৮৫ হাজার ১ শত ৫৪ হেক্টর জমিতে। নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে ১৫৪ হেক্টর জমি। আবহাওয়া অনুকুলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করা যায় আমনের বাম্বার ফলন হবে।