নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। অপরদিকে একই স্থনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা এবং আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ্ আলম, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।