নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, ধামইরহাট উপজেলা শাখার কমিটি প্রকাশ করা হয়েছে। ধামইরহাট উপজেলা কৃষকদলের এই কমিটি প্রকাশের মাধ্যমে বহুল প্রতিক্ষার অবসান ঘটলো। সম্প্রতি নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল ও সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু স্বাক্ষরিত ধামইরহাট উপজেলা কৃষকদলের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো. তরিকুল ইসলামকে সভাপতি ও রমজান আলীকে সাধারণ সম্পাদক, মো. ফরিদ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মীর মোশারফ হোসেন ও মো. কাওছার হোসেনকে মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি। আগামী ২ বছরের জন্য গঠিত এই কমিটি জাতীয়তা বাদী দল বিএনপির সকল আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করে কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সামসুজ্জোহা খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নব-নির্বাচিত কৃষকদলের নেতৃবৃন্দ।