চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জলদস্যুদের বালু উত্তোলন ও বিক্রি করে অবৈধ অর্থ উপার্জন থেমে নেই। চাঁদপুর ও মুন্সিগঞ্জ নৌ সীমানায় এলাকার চিহ্নিত বালু চক্র নদীতে ড্রেজার ভাসিয়ে প্রাকৃতিক খনিজ সম্পদ নির্মাণ কাজের বালু উত্তোলন করে জাহাজ ভর্তি বালু বিক্রি করছে। দিন এবং রাতে চালাসো হয় এই ড্রেজার সন্ত্রাস। দেশের পদ পরিবর্তন এর এই সুযোগে চিহ্নিত বালুচক্রের সাথে নতুন আরেকটি চক্র যোগ হয়ে তারা নদী থেকে বালু কাটছে বলে অভিযোগ উঠেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড চাঁদপুর কর্তৃক এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ৯ বাল্কহেড, ১টি লোড ড্রেজার সহ আটক ২৮জনকে আটক করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমার নেতত্বে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউপিস্থ বাহেরচর নামক স্থানে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করাকালে ড্রেজার ও বালুর জাহাজের ২৮ জনকে আটক করা হয়। তারা হলেন মোঃ চাঁন মিয়া (২৯), সুজন মিয়া (২৪), মোঃ আল আমিন (৩৫), মোঃ সফিকুল ইসলাম (৩১), ওমর ছানি (১৯), মোঃ কালা শেখ (৩৫), জলিল (৪১), মোঃ সোহাগ শেখ (৩৫), মোহাম্মদ কাউছার (৪১), মোঃ জিতু (২৪), মোঃ আবুল কালাম (৪২), পিতা- মোঃ আবু বক্কর, মোঃ সিরাজ হোসেন (২৫), মোঃ হোসেন (২৫), মোঃ নাজমুল (২৫), মোঃ লিটন (৪০), মোঃ বাইজিদ (২৮), মোঃ রাব্বি (২২), মোঃ আরাফাত শেখ (১৯), মোঃ মেহেদী হাসান বাবু (৩৩), মোঃ বরকত (২৭), মোঃ এনামুল হাওলাদার (২৩), রাশেদ (২৩), মোঃ ইউসুফ আলী (৩৭), মোঃ জাহিদুল ইসলাম (৩৩), মোঃ কামাল হোসেন (৪৭), মোঃ সাইফুল ইসলাম (২৪), মোঃ জাহাঙ্গীর (৪৩), কুদ্দুছ মোল্লা (৩০), ইব্রাহিম খান (১৯)। আটককৃত ২৮ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।