টাঙ্গাইলে নিজ এলাকায় বীরের মর্যাদায় সমাহিত হলেন সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জন। মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বাদ আসর সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইলের বোয়ালী জামে মসজিদ মাঠে জানাযা শেষে স্থানীয় বোয়ালী কবরস্থানে দাফন করা হয় নির্জনকে। এ সময় উপস্থিত ছিলেন নিহত নির্জনের বাবা সরোয়ার জাহান,বোন জামাই সম্রাট ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসীহুর সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। বোয়ালী কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে দাফন করা হয় ও তার পরিবারের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা সম্মান পূর্বক প্রদান করা হয়। মেজর জেনারেল মাসীহুর রহমান বলেন,আমরা সেনাবাহিনী খুবই মর্মাহত আমাদের একজন সহকর্মীকে হারিয়ে। আমরা তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। বাংলাদেশ আইন অনুযায়ী আসামীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।