গাজীপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন জেলা বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালযের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এ- গালর্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, সাহাজউদ্দিন সরকার আদর্শ উচ্চবিদ্যালয় এ- কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আবদুল মতিন সরকার, অধ্যাপক হারুন-অর রশিদ, আজিজুল হক রাজু মাস্টার, আবদুল খালেক তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শতকরা ৯০ ভাগ অবদান রাখেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া সর্বসাকুল্যে এক হাজার টাকা, চিকিৎসা ভাতা পাঁচশ টাকা এবং উৎসব ভাতা দেওয়া হয় বেসিকের শতকরা ২৫ ভাগ। এ থেকেই বুঝা যায়, আজও বাংলাদেশে শিক্ষকরা অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিক্ষার।
তারা আরও বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে মেধাবী শিক্ষকের বিকল্প নেই। শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন না হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না। বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হলে সকল বৈষম্য দূর হবে বলে শিক্ষক সমাজ মনে করেন।
মানববন্ধন শেষে গাজীপুরের সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে একটি স্বারকলিপি পেশ করেন।