নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় আল আমিন (৩২) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় নাটোর-বগুড়া মহাসড়কের রনবাঘা এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় তার মৃত্যু হয়। সে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের মুনছের হোসেনের ছেলে ও আশা চৌগ্রাম ব্রাঞ্চের সুপারভাইজার বলে জানা গেছে। ক্ষেতলাল এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে নিজ কর্মস্থল চৌগ্রামের আসার পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।
এদিকে একই সময়ে খালের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলি (২০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় সিংড়া পৌরসভার বড়িয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক পৌর শহরের দমদমা এলাকার আবু তালেব এর ছেলে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।