চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুদকারের অপসারণ দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বরাবরে ওই ইউপির নির্যাতিত নিপীড়ন জনপরিষদ এ স্মারকলিপি প্রদান করেন।
সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার সাথে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার সরাসরি জড়িত ছিলেন এবং সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। যার ফলে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম ও জনসেবা মূলক কর্মকা- বন্ধ হয়ে চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়। এমতাবস্থায় জনদূর্ভোগ লাঘবে পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সরকারি বিধি মোতাবেক প্রশাসক নিয়োগ দিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সমূহ সম্ভাবনা থেকে জনগণের জানমাল রক্ষা করার অনুরোধ জানান ওই ইউপির সর্বস্তরের জনসাধারণের পক্ষে নির্যাতিত নিপীড়িত জন পরিষদের উপস্থিত নেতৃবৃন্দ ও গড়দুয়ারা ইউনিয়নবাসী।
এদিকে একই দিন উপজেলায় গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের অপসারণ দাবীতেও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপি নেতৃত্বে এলাকাবাসী। এ সময় তারা পলাতক চেয়ারম্যান মুজিবুর রহমানকে দ্রুত অপসারণ করে তার স্থলে নিয়ম অনুযায়ী প্রশাসক নিয়োগ দিয়ে যাবতীয় সেবা চালু রেখে ইউনিয়নবাসীদের জনদূর্ভোগ থেকে উদ্ধারের অনুরোধ জানান।
তাছাড়া গত মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর উপজেলার ৮ নং মেখল ইউ পি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরীকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে ইউ এন ও নিকট স্মরক লিপি প্রদান করা হয়েছে।