পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল হান্নানকে অপসারণ করা হয়েছে। একই সাথে ইউনিয়নটির প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিলপাশার ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে পরিষদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।এঅবস্থায় পরিষদের জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী ইউএনও'কে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে চিঠি প্রদান করেন জেলা প্রশাসক।
এ বিষয়ে ইউএনও নাজমুন নাহার মানবজমিনকে বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে সেজন্য তাকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। এখন থেকে ওই ইউনিয়নের যাবতীয় কার্যক্রম তিনিই পরিচালিত করবেন।