বাগেরহাটের শরণখোলায় সনাতন ধর্মালম্বীদের আসন্ন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ পাহারায় থাকবে জামায়াত শিবির নেতা কর্মীরা। এজন্য দলটি উপজেলায় মন্দিরভিত্তিক ১৯টি স্বেচ্ছাসেবক দল গঠন করেছে। দায়িত্ব পালনে অংশগ্রহণ করবে ৩৮০ জন শিবির নেতা-কর্মী।
বাংলাদেশ জামায়াতে ইসলামি শরণখোলা উপজেলা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গা পূজায় জামায়াতের নেতাকর্মীরা তাদের মন্ডপ ও আগত জনগনের নিরাপত্তায় দিবারাত্রি পাহারায় থাকবে। এ লক্ষ্যে শরণখোলায় ১৯টি দূর্গা মন্ডপে প্রতিটির জন্য জামায়াত শিবিরের নেতাকর্মী নিয়ে ২০ সদস্য বিশিষ্ট একএকটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। ১০ জন করে সদস্য পালাক্রমে মন্দির পাহারায় নিয়োজিত থাকবে বলে জামায়াতের আমীর জানিয়েছেন।
শরণখোলা উপজেলা সদর রায়েন্দা পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজে নিয়োজিত খুলনার দাকোপের বাসিন্দা যোতিষ্ময় মন্ডল ও বিপ্লব মন্ডল বলেন, দুই এক দিনের মধ্যে রঙের কাজ শুরু হবে। কাজ শেষ হতে চর/পাঁচ দিন সময় লাগবে।
শরণখোলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস বলেন, এ বছর শরণখোলা উপজেলায় ১৯টি দূর্গা মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সপ্তমীর দিনে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এজন্য মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ হয়েছে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি জানিয়েছেন।