গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৬০টি পূজামন্ডপের নেতৃবৃন্দের সমন্বয়ে শান্তিশৃঙ্খলা ভাবে পূজা উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মালম্বীরা পূজা উদযাপন করতে তারা প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা ইমাম পারিষদের সভাপতি মো. মজিবুর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, ছাত্র প্রতিনিধি মো. রাশেদ, শামীম হোসেন, মো. জোনায়েদ, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহা, সদস্য সচিব কৃষ্ণচন্দ্র পাল ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পূজা কমিটির নেতৃবৃন্দ।
কৃষ্ণচন্দ্র পালের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের সমান স্বাধীনতা রয়েছে। একটি মহল সব সময় দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে। এ সরকারকে চাপে ফেলার জন্য শারদীয় দূর্গোৎসব সামনে রেখে মহলটি নানা বিশৃঙ্খলা করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রিমহল যাতে তাদের অসৎ উদ্দেশ্য সফল করতে না পারে দলমত নির্বিশেষে সকলকে নজর রাখার জোর দাবি জানান। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন, কাপাসিয়ায় ৬০টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তাই প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত করার জন্য উপজেলা প্রশাসনকে সুপরামর্শ দেন এবং দাবি জানান।