কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোতাসিম বিল্লাহের নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর করার প্রতিবাদে এবং অবিলম্বে ভিত্তহীন মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কয়রা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বিবৃতিতে জানানো হয়েছে কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ নামে কয়রা থানায় গত ২১ তারিখে একটি মামলায় আসামি করা হয়েছে। ঐ মামলার ঘটনার দিন তিনি তার স্ত্রী অসুস্থতা থাকার কারণে চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে খুলনায় ছিলেন। তারপরেও ষড়যন্ত্রমুলক ঐ মামলায় তাকে আসামি করা হয়েছে। বিবৃতিতে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলম, যুবদল নেতা হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, আবু তায়েব, মোস্তাফিজুর রহমান বাবু, কোখন, আহাদুর রহমান লিটন, কোহিনুর আলম, মোস্তাফিজুর রহমান রাজু, টুটুল, রফিকুল ইসলাম রফিক, কামাল হোসেন, জাহাঙ্গীর, মিঠু, সুজা প্রমুখ।