কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার চিলমারী কুড়িগ্রামের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলা পরিষদ মোড়ে রাজারভিটা ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি সকল বিদ্যালয়ের প্রধান, সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুদাফৎথানা এস সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসবিরুল ইসলাম রুমি রকেট, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল হালিম, চিলমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজু, চিলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।