ডিম সাধারণত নিম্ন এবং মধ্য আয়ের মানুষের খাবার। কিন্তু সারা দেশের ন্যায় পাবনার সুজানগরের হাট-বাজারেও সেই ডিম মাত্রাতিরিক্ত চড়া দামে বিক্রি হচ্ছে। এতে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ ডিম কিনতে হিমশিম খাচ্ছে।
খোঁজ-খবর নিয়ে জানা যায় গত ১০/১২দিন আগেও উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি হালি মুরগীর ডিম ৪৫ থেকে ৫০ টাকা এবং প্রতি হালি হাঁসের ডিম ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র ১০/১২দিনের ব্যবধানে সুজানগর পৌর বাজারসহ বেশিরভাগ হাট-বাজারে প্রতি হালি মুরগীর ডিম ৫৩ থেকে ৫৪টাকা এবং প্রতি হালি হাঁসের ডিম ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলার ভবানীপুর গ্রামের দিনমজুর আবদুল মজিদ বলেন আমরা গরীব মানুষ মাছ কিনতে পারিনা। বেশিরভাগ সময় মাছের পরিবর্তে ডিম কিনে থাকি। কিন্তু বর্তমান বাজারে ডিম কেনাও আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। একই এলাকার ভুক্তভোগী ক্রেতা রতন হোসেন বলেন হাট-বাজারে পর্যাপ্ত ডিমের আমদানি রয়েছে। ইচ্ছে করলে ডিম ব্যবসায়ীরা একটু কমদামে বিক্রি করতে পারেন। কিন্তু তারা অধিক মুনাফা লাভের আশায় চড়া দামে বিক্রি করছেন। তবে পৌর বাজারের ডিম ব্যবসায়ী দুলাল হোসেন বলেন হাঁস ও মুরগীর ফার্ম থেকে আগের চেয়ে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। সেকারণে আমরা আগের চেয়ে বেশি দামে বিক্রি করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন কোন ডিম ব্যবসায়ী বাজারে কৃত্তিম সংকট তৈরী করে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।