ফুলবাড়িয়ায় প্রায় শত বছরের পুরোনো গ্রমীণ রাস্তায় জোর করে বাঁশের বেড়া দিয়েছেন স্থানীয় কয়েকজন ভূমি দস্যু প্রভাবশালী চক্র। এতে প্রায় গ্রামের শতাধিক পরিবারের লোকজন ও শিক্ষার্থী চলাচল করতে পারছেন না। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারগুলোর লোকজনদেরকে। ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালীবাজাইল গ্রামে এমন ঘটনা ঘটেছে।
অভিযোগকারী স্থানীয় মিয়া হোসেন বলেন, আমরা এই রাস্তা দিয়ে প্রায় শত বছর যাবত চলাচল করে আসছি। ৭ই সেপ্টেম্বর রাস্তার মালিকানা দাবি করে আবদুর রাজ্জাক এবং তার পুত্র সোহাগ মিয়া সহ অন্যান্য ভূমি দস্যু চক্র বাঁশ দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। আমরা বাধা দিলে তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়।
রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর পক্ষে মিয়া হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। হাজার হাজার মানুষের চলাচলের রাস্তাটি দ্রুত খুলে দেওয়ার জন্য আইনপ্রয়োগকারী সংস্থ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী সহ কালীবাজাইল গ্রামের জনসাধারন।