লক্ষ্মীপুরের রামগতিতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে জাতীয়করণের পূর্ব পর্যান্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনেরও দাবী জানানো হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক শিক্ষক পরিবারের উদ্যোগে আয়োজিত সকাল ১১ টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান এবং সহকারি শিক্ষকগন অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন চর আলেকজান্ডার মডেল বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সমন্বয়ক মো. রিয়াজ উদ্দিন, চর আবদুল্লাহ ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, রাস্তার হাট হাজী এ গফুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুজ্জাহের, আলেকজান্ডার কামিল মাদ্রাসারা সহকারি মৌলভী মাওলানা আবদুর রহিম, চর মেহার আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুজ্জামান ইলিয়াস প্রমূখ।
বক্তারা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যান্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান। সমন্বয়ক রিয়াজ উদ্দিন বলেন মাধ্যমিক স্তরে আমরা যারা শিক্ষকতা নিয়োজিত আছি ঈদ বোনাস ও উৎসব ভাতায় আমাদের সাথে বিরাট বৈষম্য করে রাখা হয়েছে। এই বৈষম্য দূর করতে সরকারের নিকট জোর দাবী জানান।