মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও স্মারক লিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। বেসরকারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূিচতে
শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, মাধ্যমিক স্তরের বেসরকারি সকল প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন নেছারাবাদ নূরিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাসান তালুকদার,কুসুমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান,রশুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন,মালখানগর ্উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দিন,সহকারী শিক্ষক শুভঙ্কর দাস এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সর্দার,মালপদিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো: লুৎফর রহমান,ছাতিয়ানতলি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ,দেলোয়ার হোসেন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের কাছে ৪ দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।