রংপুরের পীরগাছায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ্উপজেলার কয়েক শতাধিক শিক্ষক। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ গেটে রাস্তার দুই ধারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক ও ব্রাক্ষণীকুণ্ডা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সদস্য সচিব চন্ডিপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, পীরগাছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ সরদার, সহকারি প্রধান শিক্ষক মখছেদুন্নাহার মেরী, পবিত্রঝাড় কারামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুজ্জাহের, জ্ঞানগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, গোবরাপাড়া স্কুলের সহকারি শিক্ষক আবদুর রশিদ সরকার, অন্নদানগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর রহমান, দিলালপাড়া মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন, নেকমামুদ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দোহা চঞ্চল, নগরজিৎপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আখেরুজ্জামান জুয়েল প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষকরা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন, জাতীকরণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ, চিকিৎমা ভাতা বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা দাবি তুলে ধরেন। এছাড়াও আগামী ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবসের আগে আমাদের দাবি-দাওয়া পুরণ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে জানান।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের নিকট শিক্ষা উপদেষ্টা বরাবরা স্মারকলিপি প্রদান করেন। এর আগে মাদ্রাসা শিক্ষক সমিতি পীরগাছা উপজেলা শাখার পক্ষ থেকেও ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো: সফি উদ্দিন, সাধারন সম্পাদক হোসেন সোহরাওয়াদ্দী এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খুশি উপিস্থত ছিলেন।