সোমবার সকাল ১১টায় ঝিনাইদহের শৈলকুপায় বৈষম্য দূরীকরণ ও জাতীয়করণ উপলক্ষে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে মাদ্রাসা ও বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী ঐক্য জোট শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাহার হোসেন ও বড়দা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ অজরুল ইসলাম বক্তব্য রাখেন। মাধ্যমিক স্তরের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ অত্যন্ত জরুরী। একই শিক্ষকতা যোগ্যতা একই বই পড়ানো একই বোর্ডের আওতায় পরিক্ষা, সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। তাই শিক্ষার সকল অংশীজনের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গুলো জাতীয়করণের দাবি জানায়। মানববন্ধন শেষে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর শিক্ষকরা উপজেলানির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করে।