বৈষম্য দুরীকরনে মাধ্যমিক স্তরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষিত কর্মসূচীর (ঝঊঝওচ) জনবলকে রাজস্ব খাতে হস্তান্তর করা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক ফোরাম।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বৈষম্য বিরোধী মাদ্রাসা শিক্ষক ফোরামের ব্যানের ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও বৈষম্য বিরোধী মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আমিরুজ্জামান। মানববন্ধন শেষে উভয় সংগঠন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের কাছে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।