জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তার মোল্লা বিগত সরকারের সময়ে প্রভাব বিস্তার করে পূর্ব সুজনকাঠী গ্রামের দুটি অসহায় পরিবারের সম্পত্তি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সেই দখল করা জমি ফিরিয়ে আনতে মুল মালিকরা একাধিকবার চেষ্টা করলেও আওয়ামী লীগ নেতা সাত্তার মোল্লার দখল টেকাতে মরিয়া হয়ে উঠেছেন তার (সাত্তার) আপন বেয়াই উপজেলা বিএনপির সদস্য সচিব বসির আহম্মেদ পান্না। প্রভাবশালী ওই দুই নেতার হাত থেকে সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী অসহায় দুইটি পরিবারের সদস্যরা।
পূর্ব সুজনকাঠী গ্রামের লিয়াকত বেপারী, তার স্ত্রী বিলকিস বেগম, জুলহাস বেপারীর ও খাদিজা বেগম অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সাত্তার মোল্লা তাদের বসত ঘরসহ ২২ শতক সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করে নিয়েছেন। এমনকি ওই সম্পত্তির ওপরের প্রায় লক্ষাধিক টাকার গাছ ও বালু কেটে লুট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের দখল করা সম্পত্তি উদ্ধার করার চেষ্টা করেন। ফলশ্রুতিতে গত ২১ সেপ্টেম্বর মিস্ত্রি নিয়ে দখল করা সম্পত্তিতে থাকা তাদের ঘর সংস্কার করতে যান। এ সময় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা সাত্তার মোল্লার আপন বেয়াই উপজেলা বিএনপির সদস্য সচিব বসির আহম্মেদ পান্না তার লোকজন দিয়ে সংস্কার কাজে বাঁধা প্রদান করেন। এমনকি তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ভূক্তভোগিরা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাত্তার মোল্লার অত্যাচারে আমরা সর্বদা অতিষ্ঠ ছিলাম। এখন তার বেয়াই উপজেলা বিএনপির সদস্য সচিব বসির আহম্মেদ পান্না ও তার সহযোগিরা স্থানীয় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের প্রভাব বিস্তার করে আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের হুমকির মুখে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। তাই আমাদের সম্পত্তি উদ্ধারসহ জীবনের নিরাপত্তা পেতে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।
অসহায় খাদিজা বেগম বলেন, আমার বসত ঘরের পাশে একটি গ্যারেজ ও চায়ের দোকান রয়েছে। গত ৫ আগস্টের পর তা দখল করে নেওয়া হয়েছে। এমনকি বিএনপি নেতা বসির আহম্মেদ পান্না আমাকে ডেকে নিয়ে গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর তারা (পুলিশ) ঘটনাস্থলে এসে দখল করা দোকান ও গ্যারেজ ছেড়ে দিতে বললেও আজও তা ফেরত দেওয়া হয়নি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সাত্তার মোল্লার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বেয়াই উপজেলা বিএনপির সদস্য সচিব বসির আহম্মেদ পান্না বলেন, আমার বিরুদ্ধে চাঁদা দাবি, জমি ও দোকান দখলের অভিযোগের কোন সত্যতা নেই। স্থানীয় বিএনপির একাংশের কতিপয় লোক আমাদের নেতা জহির উদ্দিন স্বপনকে প্রশ্নবিদ্ধ করতেই আমার বিরুদ্ধে ওই দুই নারীকে দিয়ে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে।
বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, দল কিংবা আমার নাম ভাঙিয়ে বিএনপির কোন নেতাকর্মী অপর্কম করে থাকলে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্য ভূক্তভোগীদের কাছে জোর অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমি (স্বপন) নিজেও কোন অপরাধ করলে আমার বিরুদ্ধেও মামলা দায়ের করবেন। কোন চাঁদাবাজ ও দখলবাজদের বিএনপিতে স্থান হবেনা বলেও তিনি কড়া হুশিয়ারী দিয়েছেন।