ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাঁচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি (শরমিন) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং প্রথম নারী উপাঁচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার সকালে ববি’র রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোঃ শাহীনুর ইসলামের ২৩ সেপ্টেম্বরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে গত ২০ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাঁচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেছেন।