বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি সরকারীকরণের দাবিতে ভালুকায় মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচরীরা।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কে মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক নেতারা বৈষম্য বিরোধী সরকারের প্রতি শিক্ষকদের বৈষম্য দূর কারার দাবী করেন। সরকারীকরণের দাবীতে দীর্ঘ দিন আনন্দোল করে আসছেন। বিগত সরকার বৈষম্য দূর না করে তাদের আনন্দোলন দমন করার চেষ্টা করছে। দাবী পুরন না হলে আনন্দোলন চালিয়ে নেয়ার কথা বলেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক,শিক্ষক নেতা নাজমুল আলম সোহাগ,নজরুল ইসলাম বিএ,সি,নরুল ইসলাম মানিক জয়নাল আবেদীন,অতিকুর রহমান আতিক,নাজমুল হক প্রমুখ।