সেনবাগের একটি মাকের্টের উন্মুক্ত স্থানে একদল কিশোর জন্মদিন পালন করতে বাঁধা দেওয়ায় তারা মাকেটে জয় কিডর্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। ওই হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে গতকাল ২২শে সেপ্টেম্বর রোববার রাত ৮টার দিকে সেনবাগ বাজারে পৌর শহরে আমির আলী মার্কেটে। মার্কেটের কর্নধার ব্যবসায়ী হাজ্বী জাফর জানান, রোববার রাতে একদল কিশোর তাদের মার্কেটের সামনের উন্মুক্ত স্থানে বন্ধুর জন্মদিন পালন করতে আসে। এ সময় তাদেরকে মার্কেটের সামনে জন্মদিন পালন করতে নিষেধ করায় তারা অল্প সময়ের মধ্যে শেষ করার কথা বলে অনুষ্ঠান শুরু করে। এ সময় একেএকে কিশোরের দল মার্কেটের সামনে জড়ো হয়ে হই হুল্লোড় শুরু করলে দোকান মালিক তাদেরকে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য বললে তার ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ বিষয়ে থানাকে অবহিত করা হয়েছে বল জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাজ্বী জাফর।