বগুড়া কাহালু উপজেলার আড়োলা দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের আইসিটি শিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণের দাবিতে দীর্ঘ কয়েকমাস থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, রাস্তা অবরোধ, প্রধান শিক্ষক এবং কাহালু উপজেলায় নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত আইসিটি শিক্ষক আবদুর রহিমকে স্থায়ী ভাবে অপসারণের দাবিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭ থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীরা জানান, শিক্ষক আবদুর রহিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করা পর্যন্ত তারা ক্লাস বর্জন করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। জানা যায়, শিক্ষক আবদুর রহিম আইসিটি ল্যাবে ছাত্রীদের যৌন হয়রানীর মতো অশালীন আচরণ করে আসছিলেন দীর্ঘ দিন থেকে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লিখিত বিষয়ে প্রথমে প্রধান শিক্ষককে মৌখিকভাবে অভিযোগ করলেও অভিযুক্ত শিক্ষক তার নিকটআত্মীয় হওয়ার তার বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেননি। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ভুক্তভোগী ১৩ জন ছাত্রী শিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির কাছে লিখিত অভিযোগ দিলে, তার সত্যতা মেলায় কমিটির পক্ষ থেকে গত ২২ এপ্রিল তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া কমিটি তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য ইতিমধ্যেই মাধ্যমিক শিক্ষা বোর্ডকেও অবহিত করে। এদিকে শিক্ষক আবদুর রহিম প্রধান শিক্ষকসহ অভিযোগকারী ছাত্রীদের সাথে সমঝোতায় বসেন। সেখানে ছাত্রীদের দাবি ছিল, শিক্ষক আবদুর রহিম ভুল স্বীকার করে লিখিত অঙ্গিকার দিলে ছাত্রীরা তাকে মাফ করে দিয়ে তাদের অভিযোগ তুলে নিবেন। ছাত্রীদের দাবি শিক্ষক আবদুর রহিম মেনে নিয়ে সম্প্রতি তিনি অঙ্গিকারনামায় তার স্বপক্ষে মিথ্যো তথ্য লিখে অভিযোগকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে স্বাক্ষর নেন। আর অঙ্গিকারনামাটি উপজেলা মাধ্যমিক অফিসে জমা দিয়ে তার বরখাস্ত আদেশ প্রত্যাহার করাসহ মূল বেতন উত্তোলনের চেষ্টা চালানোর বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও বিক্ষুদ্ধ হয়ে আবারও আন্দোলনে নামেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোবায়ের হোসেন নোমান বলেন, উল্লিখিত ঘটনায় শিক্ষক আবদুর রহিম এখনও বরখাস্ত রয়েছেন। তাকে মূল বেতনের অর্ধেক বেতন প্রদান করা হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করার বিষয়টি তিনি সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক অফিসারকে জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ বলেন, অভিযুক্ত শিক্ষক বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষি প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে অভিযুক্ত শিক্ষক আবদুর রহিমের সাথে তার ব্যক্তিগত ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়।