প্রতিটি শিশুর ভবিষ্যৎ লেখাপড়ার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। আর প্রাথমিক শিক্ষায় শিশুকে সঠিকভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলসভাবে কাজ করে থাকেন। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নূন্যতম স্নাতক পাস হতে হয়। অ্যাকাডেমিক সনদ ছাড়াও আরও অনেক যোগ্যতা থাকতে হয়। কম্পিউটার, নাচ,গান,আবৃত্তি ও চারুকারুতে দক্ষতা সম্পন্ন হতে হয় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে। বিদ্যালয়ের সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটা হলেও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিভিন্ন কাজে কখনও কখনও রাত পর্যন্ত বিদ্যালয়ে কাজ করতে হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের গ্রেড ১৩ তম।প্রাথমিক শিক্ষকগণ তৃতীয় শ্রেণির কর্মচারী।অথচ নার্সগণ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা।আর বেতন সে-তো একজন ড্রাইভারের বেতন থেকেও কম।একজন প্রাথমিক শিক্ষকের টিফিন ভাতা মাসিক ২০০ টাকা।যা অনেক লজ্জার। একজন শিক্ষক কে শুধু পাঠদান নয় করতে হয় হরেক রকমের কাজ।শিশু জরিপ থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কাজই করতে হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কে শুধু একটি বিষয় নয় সকল বিষয়ে পাঠদান করতে হয়। তাই একজন শিক্ষক কে সকল বিষয়ে পারদর্শী হতে হয়। যেমন একজন শিক্ষক কে সকল ধর্ম বিষয়ের পাঠদান করতে হয়। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবা-মায়ের মতো আদর স্নেহ দিয়ে শিশুদের গড়ে তোলেন।ধৈর্য্য সহকারে শিক্ষার্থীদের পড়া-লেখা ও নৈতিকতার শিক্ষা দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখান। একজন প্রাথমিকের শিক্ষক মান সম্মত শিক্ষার জন্য নিরলসভাবে কাজ করে থাকেন।কিন্তু দুঃখের বিষয় প্রাথমিক শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য কেউ চিন্তা করেন না।দীর্ঘ দিন যাবৎ নেই কোনো পদোন্নতি। একই পদে থেকে অনেকেই চাকুরী জীবন শেষ করেন। শুধুমাত্র সম্মানের আশায় শিক্ষক গণ জীবন কাটিয়ে দেন।কিন্তু দুঃখের বিষয় বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকগণ সেই সম্মানটুকু ও পাঁচ্ছেন না।রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন স্থানীয় কর্মকাণ্ডের কারণে শিক্ষকগণ নানাভাবে হেনেস্থা হচ্ছেন।