মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর হলরুমে মানব কল্যাণ পরিষদ এম,কে,পির আয়োজনে নেইজ বাংলাদেশ বিএমজে এর সহযোগিতায় ‘নারীর অধিকার ও অন্তভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণের তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) একতা স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ সংগঠন /সিএসও’র উপজেলা পর্যায়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রকল্প সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন খান এফ,এফ জ্যোতিশ অধিকারী, এফ,এফ সেলিনা আক্তার ও এফ,এফ বিলকিস বানু প্রমুখ।