ভোলার দৌলতখানে হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে রমরমা নিয়োগ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই কলেজের কর্মচারীরা। দৌলতখান প্রেস ক্লাবে ২৩ সেপ্টেম্বর সোমবার লিখিত বক্তব্য পাঠ করেন কলেজে অফিস সহায়ক পদে চাকরি প্রত্যাশী মোহাম্মদ আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় ভুক্তভোগী চাকরি প্রার্থীরা জমাজমি বিক্রি করে ও মহাজনদের থেকে চড়া সুদে টাকা নিয়ে কলেজে দেয়। চাকরি দেয়ার নামে কলেজ অধ্যক্ষ প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন। মো. আনোয়ার হোসেন উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে সে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম ২০১০ সালে আমাকে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার নামে আমার থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে। টাকার বিনিময়ে অধ্যক্ষ আমাকে নিয়োগ পত্র ও যোগদান পত্র দিয়েছে। আমি ও আমার ৯ জন সহকর্মী মিলে চাকরির নামে তাকে প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে নিয়োগ পত্র ও যোগদান পত্র পেয়ে কলেজে নিয়মিত আসছি। কিন্তু আজ পর্যন্ত কলেজে আমাদের কারো কোন বেতন হয়নি। অথচ অধ্যক্ষ নুরে আলম বেতন ভাতা করিয়ে দেয়ার নামে আরও মোটা অংকের টাকা দাবি করে আসছে। তার দাবিকৃত টাকা দিতে না পারায় সে আমার থেকে এবং আমার সহকর্মীদের থেকে ব্যাংকের চেকের খালি পাতায় স্বাক্ষর করে নেয়। সংবাদ সম্মেলনে মোঃ ফয়সাল পিতা মোঃ ইউনুস, বাড়ি উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। অফিস সহকারি পদে তার থেকে পাঁচ লাখ টাকা নেয় অধ্যক্ষ। সাথী বেগম পিতা মোঃ জামাল, বাড়ি উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড। কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেয়ার নামে তার থেকে ছয় লাখ টাকা নেয়। ইসমাইল সওদাগর পিতা মৃত এচাহাক, উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে তার বাড়ি। সে জানায় অফিস সহায়ক পদে তাকে চাকরি দেয়ার নামে তার থেকে তিন লাখ আট হাজার টাকা নেয়। মোহাম্মদ মিরাজ পিতা আবদুল মোতালেব দক্ষিণ জয়নগর উনিয়নের ৬ নং ওয়ার্ডে তার বাড়ি। তার থেকে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার নামে ৬ লাখ টাকা নেয়। দাবিকৃত আরও টাকা না পেয়ে রুপালী ব্যাংকের খালি চেক বইয়ে তার থেকে স্বাক্ষর নিয়ে চেক বই নিয়ে যায়। মোহাম্মদ হারুন পিতা আনসার পাটোয়ারী, বাড়ি দক্ষিণ জয়নগর ৭ নং ওয়ার্ডে। তাকে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার নামে ৬ লাখ টাকা এবং ব্যাংকের ১০ পাতার স্বাক্ষরিত একটি চেক বই নিয়ে যায়। আমজাদ হাওলাদার পিতা আবদুল গফুর হাওলাদার, বাড়ি উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তাকে অফিস সহায়ক হতে চাকরি দেয়ার নামে ৩ লাখ টাকা নেয় তার থেকে। শেফালী বেগম পিতা মজিবল সরদার, বাড়ি উত্তর নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। কলেজের আয়া পদে চাকরি দেয়ার নামে তার থেকে সাড়ে তিন লাখ টাকা নেয় কলেজের অধ্যক্ষ নূরে আলম। এ ছাড়া মো. জসিম উদ্দিন পিতা মৃত খোরশেদ আলম, বাড়ি উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। কলেজের বিএম শাখায় অফিস সহায়ক পদে চাকরি দেয়ার নামে ও তার থেকে টাকা নেয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান টাকা দিয়ে নিয়োগ ও কাজে যোগদানের পরও গত এক যুগে আমরা বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশি ভুক্তভোগীরা টাকা ফিরে পাওয়ার দাবি করেন।