নওগাঁর মান্দায় ইসলামি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামাী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহঃ মহসিন আলীর সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সিনিয়র সদস্য মাওলানা আবদুর রহমান, মুহাম্মদ মাওলানা জামাল উদ্দিন, ছাত্রনেতা নাজমুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।