হিজলায় জেলেদের সংঘর্ষে নিহত নিখোঁজ সোহাগের লাশ উদ্ধার করেছি হিজলা নৌ-ফাড়ী পুলিশ। ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় মেঘনা নদী থেকে নিখোজ সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে নদীতে জাল ফেলা কে কেন্দ্র করে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুরের জেলেদের সাথে হিজলা উপজেলার বাউসিয়া এলাকার জেলে সোহাগের সাথে মারামারির ঘটনা ঘটে। দাঁদ পুরের মন্নান ফকিরের ছেলে নাসির ফকির ও অন্যান্য জেলেরা বাউসিয়া গ্রামের আক্তার হাওলাদারের পুত্র সোহাগ এর নৌকা ও জেলের উপর লগি বৈঠা দিয়ে এলোপাথাড়ি মারপিট করে, এতে করে সোহাগের মাথা ফেটে গিয়ে মেঘনায় নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় জেলেরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাদপুরের সালাম খার পুত্র সিডু খা ২৫, মন্নান ফকিরের পুত্র নাসির ফকির সহ তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।