কুড়িগ্রামের রাজারহাটে গত এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমের সাধারণ ও কর্মজীবী মানুষেরা অস্বস্তিতে পড়েছেন। তাপমাত্রা জনিত কারণে শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়ে়ছেন। প্রখর কাকফাঁটা রোদ ও তীব্র তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে তীব্র রোদের তাপের কারণে দিনমজুর, রিকশাচালক, ঠেলা ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। ফলে প্রচন্ড তাপদাহে অনেকে অলস সময়ও পার করতে দেখা গেছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন।
প্রচন্ড তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছ সব থেকে বেশি ভোগান্তিতে। একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা সাধারণ মানুষের। গত কয়েক দিনে উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ৩৮.২ থেকে সর্বোচ্চ ৩৮.৩ ডিগ্রি মধ্যে ওঠানামা করছে। বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীব-বৈচিত্রের ওপর। এমন প্রচন্ড গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে অনেকের।
সোমবার(২৩সেপ্টম্বর) বিকাল ৩টায় উপজেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।
এদিকে একটু শীতলতার জন্য শিশু-কিশোর সবাই পুকুর-নদী-বিল ও সেচের পানিতে গোসল করছে। অসহনীয় প্রচন্ড গরমে গ্রামাঞ্চল কিংবা শহরে শিশু, বয়স্কদের জ্বর-সর্দি-ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। তাপের কারণে নানা বয়সীদের দেখা দিয়েছে চর্ম রোগও।
উপজেলার চাকিরপশার তালুক গ্রামের দিনমজুর সেকেন্দার আলী বলেন, ৭দিন থাকি এত গরম কাজ-কাম ঠিক মতো করতে পারছি না।
একই এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, অসহনীয় তাপ। এ কারণে আমন ক্ষেত ফেঁটে যাচ্ছে। বাধ্য হয়ে জমিতে সেচ দেয়া হচ্ছে।
চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মানিক মিয়া বলেন, প্রচন্ড গরম পড়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসলেও লেখা পড়া করতে পারছে না। বৈদ্যুতিক পাখার বাতাসেও কোন কাজ হচ্ছে না।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ সপ্তাহ ধরে এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ থেকে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে। সোমবার(২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ঘন্টার মধ্যে লঘুচাপ দেখা দিলে তাপমাত্র কমতে শুরু করবে।