আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের ধরার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। না হলে খামার বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। গত রোববার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে করপোরেট সিন্ডিকেটকারীদের মতামত নিয়ে ডিম-মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের দ্রুত সময়ের মধ্যে ধরতে হবে। এজন্য সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হল।’ এ দাবি না মানলে খামার বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দাবি না মানা হলে ধীরে ধীরে খামার বন্ধ করে দেবেন প্রান্তিক খামারিরা।’ করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট না ভাঙলে সামনে ডিম-মুরগি বড় লোকের পণ্য হবে বলে মন্তব্য করেছেন বিপিএ সভাপতি। এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিপিএ জানায়, সরকার নির্ধারিত ডিম-মুরগির দামকে অযৌক্তিক। তাই নতুন করে ডিম ও মুরগির দাম নির্ধারণ করতে হবে। ফিড ও বাচ্চার দাম নির্ধারণ না করে ডিম ও মুরগির দাম নির্ধারণ করায় বাজারে অস্থিরতা বাড়বে। করপোরেটদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা ডিম-মুরগির মূল্যতালিকা বাতিল করতে হবে। খামারি, ভোক্তা ও ব্যবসায়ীদের যুক্ত করে নতুন করে দাম নির্ধারণ করতে হবে।