নওগাঁর মান্দায় মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মান্দা থানা চত্বরে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনুসর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মান্দা সার্কেলর সহকারি পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম নাজমুল হক নাজু, অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার, সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী খান, ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, মোখলেসুর রহমান কামরুল প্রমুখ।