রংপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় সভা হয়েছে। সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, রংপুর মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রাব্বানী, মহানগর ইসলামি আন্দোণ বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেরিনা লাভলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আফজাল, ভিডিও জানা লিস্ট অ্যাসোসিয়েশন রংপুর সভাপতি শাহনেওয়াজ জনি, ফটো সাংবাদিক জালালউদ্দিন, শাহিন সরকার, সহসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় রংপুর নগরীর শ্যামাসুন্দরী খাল সংস্কার, রংপুর মেডিকেল কলেজ হাপাতালের দুর্নীতিসহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, রংপুরকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করতে চাই। তাই আমার কাজকে আরও গতিশীল করতে রংপুরের স্ট্রেকহোল্ডারদের সহযোগিতা একান্ত কাম্য। একে অপরের দিকে কাঁদা না ছুঁড়ে রংপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো। এজন্য সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।