বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার সিঙ্গাতী গ্রামে সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় আহতদের খুমেক ও গোপালগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনী ( সেনাবাহিনী ও পুলিশ) ঘটনা স্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, সিঙ্গাতী গ্রামের এনায়েত চৌধুরীর পক্ষের সাথে মনু চৌধুরী ও ইরশাদ চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই বিরোধের জেরে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
আহতরা হলেন, মনু চৌধুরী ও ইরশাদ চৌধুরী পক্ষের হাফেজ মোঃ ইরশাদ আলী চৌধুরী (৬২), মুরসালিম চৌধুরী (৩৮), শিরিনা বেগম (৫৮), তাইজুল চৌধুরী (৪৫) আজিজুল চৌধুরী (৪০) ও নাহার বেগম (৭৫) অপরদিকে এনায়েত চৌধুরীর পক্ষের আহতরা হলেন, মাসুম চৌধুরী (৫০), আনিস চৌধুরী (৩২), বাদল চৌধুরী (১৯), শুক চৌধুরী (৩০), দুলাল চৌধুরী (৩৫), ইসরাইল চৌধুরী (৫৫), সালেক চৌধুরী, (৫৫) ও তৌহিদ চৌধুরী (৬০)।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তার চেষ্টাসহ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।